Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় পিকআপ ভ্যান চাপায় ২ জনের মৃত্যু


৬ জুন ২০২০ ১৫:৩৮

বগুড়া: বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কে পিকআপ ভ্যানের চাপায় দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) সকালে বাইপাস সড়কের খামারকান্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

মৃতরা হলেন খামারকান্দি পশ্চিমপাড়ার মৃত আফতাব হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৪৫) ও একই এলাকার মৃত আফছার আলীর ছেলে দুলাল হোসেন(৪০)। দেলোয়ার হোসেন পেশায় দর্জি শ্রমিক এবং দুলাল হোসেন কৃষিকাজ করতেন।

স্থানীয় বাসিন্দারা জানায়, নিহত দুই ব্যক্তির বাড়ি বাইপাস সড়ক সংলগ্ন। তারা সকালে ঘুম থেকে উঠে সড়কের পাশে বসে ছিলেন। এমন সময় মাটিডালীর দিকে যাওয়া একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বসে থাকা দুইজনকে চাপা দিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। দুর্ঘটনার পরপরই উল্টে যাওয়া পিকআপ এর ভেতর থেকে চালক-হেলপার বের হয়ে পালিয়ে যান।

পরে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যানটি জব্দ করে।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক রেজাউল করিম রেজা বলেন, ‘দুইজনের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। পিকআপ ভ্যানের চালক ও হেলপারকে চিহ্নিত করার চেষ্টা চলছে।’

পিকআপ ভ্যান বগুড়া সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর