Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা রোগীদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী নিয়ে যাচ্ছেন এমপি


৫ জুন ২০২০ ২২:৪৫ | আপডেট: ৫ জুন ২০২০ ২২:৪৬

জয়পুরহাট: জেলার দরিদ্র করোনা রোগীদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু। শুক্রবার (৫ জুন) সকালে সদর উপজেলার দোগাছি, পালি, পাঁচবিবি উপজেলার আটাপাড়া, ধরঞ্জিতে করোনা আক্রান্ত এলাকায় গিয়ে তিনি রোগীর স্বজনদের হাতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দেন।

জানা গেছে, জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে জেলায় ২০৩ জন করোনা রোগী রয়েছেন। তার মধ্যে ৮২ জন জয়পুরহাট সদর ও পাচঁবিবি উপজেলার। তাদের অধিকাংশই দরিদ্র। বিষয়টি বিবেচনায় নিয়ে দরিদ্র পরিবারে খাদ্য সহযোগিতা ও নগদ অর্থ পৌঁছে দিচ্ছেন স্থানীয় সংসদ সদস্য সামছুল আলম দুদু।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার করোনায় আক্রান্ত এলাকাগুলোতে অসহায় মানুষদের হাতে চাল, আলু, পেঁয়াজ, ডাল, লবণ, তেল, সাবানসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী নগদ ২ হাজার টাকা বিতরণ করেন এমপি।

সংসদ সদস্য সামছুল আলম দুদু বলেন, ‘করোনাভাইরাস আক্রান্তদের অবহেলার চোখে নয়, তাদের সহমর্মিতার পরশ ও সার্বিক সহযোগিতা প্রয়োজন। তাই করোনা আক্রান্ত দরিদ্র পরিবারকে পর্যায়ক্রমে নানাভাবে সহযোগিতা দেওয়া হচ্ছে। লাইনে দাঁড় করিয়ে নয়, বাড়ি বাড়ি গিয়ে এই করোনা আক্রান্ত পরিবারগুলোকে খাদ্যসামগ্রীসহ নগদ অর্থ দিয়ে আসছি। করোনাভাইরাস নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এলাকার একজন মানুষও না খেয়ে থাকবে না।’

এসময় ভাদসা ইউনিয়ন পরিষদ সরোয়ার হোসেন স্বাধীন, আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল আলম বেনুসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

করোনা রোগী জয়পুরহাট-১ সংসদ সদস্য সামছুল আলম দুদু

বিজ্ঞাপন

বিয়ে করেছেন তমালিকা
২২ জানুয়ারি ২০২৫ ১৭:০৬

নির্যাতন ও নারীর লড়াই
২২ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর