যুগ্মসচিব পদে ১২৩ কর্মকর্তার পদোন্নতি
৫ জুন ২০২০ ২০:২৬ | আপডেট: ৫ জুন ২০২০ ২১:৩৮
ঢাকা: পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন সরকারের ১২৩ কর্মকর্তা। পদোন্নতি পাওয়াদের মধ্যে ছয়জন জেলা প্রশাসক, বিদেশি দূতাবাসের ছয় কর্মকর্তা, মন্ত্রী-প্রতিমন্ত্রীর তিনজন একান্ত সচিব ও প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টার একান্ত সচিব। বাকিরা মন্ত্রণালয় ও সরকারি বিভিন্ন বিভাগে কর্মরত।
শুক্রবার ( ৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ পদোন্নতির প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির অনুমতিক্রমে জনপ্রশাসনের উপসচিব তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপন প্রকাশ হয়।
পদোন্নতি পাওয়া ছয়জন জেলা প্রশাসক হলেন যশোর, রাজশাহী, নোয়াখালী, মাদারীপুর, বগুড়া এবং ঢাকা এই ছয় জেলা প্রশাসক।
বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত ছয় জন কাউন্সিলরকেও যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তারা হলেন— ইরানের তেহরানে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মো. হুমায়ুন কবির, যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর (উপসচিব) এস এম জাকারিয়া হক, মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর (উপসচিব) হাসান খালেদ ফয়সাল, জাপানের টোকিওতে বাংলাদেশ অ্যাম্বাসির কাউন্সিলর জিয়াউল আবেদীন, ইরানে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মো. সবুর হোসেন এবং উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর নৃপেন চন্দ্র দেবনাথ।
এ ছাড়া ডিএলআরসির (ভূমি সংস্কার বোর্ড) উপব্যবস্থাপক, উপপরিচালক, বিভাগীয় কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, প্রকল্প পরিচালক, ট্রাফিক ইঞ্জিনিয়ার, উপ-প্রকল্প পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং নজরুল ইনস্টিটিউট, আঞ্চলিক কৃষি উন্নয়ন করপোরেশন, ট্যারিফ কমিশন থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুগ্মসচিবের পদের সংখ্যা ৪১১টি হলেও এ পদে কর্মকর্তাদের সংখ্যা দ্বিগুণ। বিধিমালা অনুযায়ী উপসচিব পদে কমপক্ষে পাঁচবছর চাকরিসহ সংশ্লিষ্ট ক্যাডারের সদস্য হিসেবে কমপক্ষে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা বা উপসচিব পদে কমপক্ষে তিন বছর চাকরিসহ ২০ বছরের অভিজ্ঞতা থাকলে কোনো কর্মকর্তা যুগ্ম সচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হন।