ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ড: তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
৫ জুন ২০২০ ১৮:২২
ঢাকা: গুলশানের ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন ইউনিটে অগ্নিকাণ্ডে দায়ের করা মামলায় আগামী ৫ জুলাই তদন্ত প্রতিবেদনে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান মামলার এজাহার গ্রহণ করে এ তারিখ ঠিক করেন।
চলতি মাসের ৩ জুন রাতে রাজধানীর গুলশান থানায় অবহেলাজনিত মৃত্যুর ঘটনায় একটি মামলা করেন রোনাল্ড মিকি গোমেজ।
মামলাটির অভিযোগে ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান, এমডি, সিইও, পরিচালক, করোনা ইউনিটে সে সময় কর্মরত ডাক্তার-নার্স, সেফটি ও সিকিউরিটি কর্মকর্তাদের আসামি করা হয়।
উল্লেখ্য, গত ২৭ মে ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন ইউনিটে (মূল ভবনের বাইরে স্থাপিত) আগুন লাগে। এ ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহতদের স্বজনদের অভিযোগ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত না রেখে হাসপাতালের বিছানা থেকে রোগীদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন
ক্ষতিপূরণ চেয়ে ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে রিট
অগ্নিকাণ্ড বিষয়ে ইউনাইটেড হাসপাতালের ‘বক্তব্য’
ইউনাইটেড হাসপাতালে আগুনের ঘটনায় ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট
আগুনে ৫ রোগীর মৃত্যু: ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে মামলা