Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে অপহৃত কৃষকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার


৫ জুন ২০২০ ১৭:৫৪

যশোর: জেলার চৌগাছা থেকে বিপুল হোসেন নামে এক কৃষকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) সকাল ৯টার দিকে বেড়গোবিন্দপুর বাওড়ের মুলি খালি বটতলা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিপুল হোসেন চৌগাছার কাকুড়িয়া গ্রামের সাবেক মেম্বার শামসুল হকের ছেলে। কয়েকদিন আগে তাকে অপহরণ করা হয়েছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৯টার দিকে বস্তাবন্দি সন্দেহজনক কিছু দেখতে পেয়ে থানা পুলিশকে সংবাদ দেয় স্থানীয়রা। খবর পেয়ে চৌগাছা থানার উপ পরিদর্শক (এসআই) শাহীন ফোর্সসহ ঘটনাস্থলে যান।

তিনি আরও জানান, পরে বস্তা কেটে ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি চৌগাছার ছোট কাকুরিয়া গ্রামের অপহৃত বিপুলের বলে দাবি করেছেন নিহতের স্বজনরা।

কৃষক চৌগাছা বস্তাবন্দি মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর