Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদককে কুপিয়ে হত্যা


৫ জুন ২০২০ ১৭:৩৭

বগুড়া:  ধারালো অস্ত্রের আঘাতে বগুড়ায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ প্রামানিক খুন হয়েছেন। শুক্রবার (৫ জুন) দুপুরে শহরের শাকপালা মোড়ে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত আবু হানিফ গত পৌর নির্বাচনে ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন, আগামী নির্বাচনেও অংশগ্রহণের প্রস্ততি নিচ্ছিলেন তিনি।

হত্যাকাণ্ডের খবর পেয়ে বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীসহ পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বগুড়া শহরের শাকপালা মোড়ে মসজিদের সামনে প্রতিপক্ষরা আবু হানিফ প্রামানিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি কুড়াল উদ্ধার করেছে পুলিশ। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

জেলা স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক মশিউর রহমান জানান, নিহত আবু হানিফ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক। এ হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান সাহীন ও সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্তসহ দলীয় নেতারা।

বগুড়ার শাজাহানপুর থানার ওসি (তদন্ত) আমবার হোসেন জানান, হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।

আবু হানিফ খুন টপ নিউজ বগুড়া স্বেচ্ছাসেবক লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর