২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৮২৮ জন
৫ জুন ২০২০ ১৪:৩৮ | আপডেট: ৫ জুন ২০২০ ১৮:২৪
ঢাকা: সবশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ৩০ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৮১১ জন মারা গেলেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ২ হাজার ৮২৮ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৬০ হাজার ৩৯১ জন।
এছাড়া একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৬৪৩ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এই ভাইরাসে আক্রান্ত ১২ হাজার ৮০৪ জন সুস্থ হলেন।
শুক্রবার (৫ জুন) দুপুরে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে জানানো হয়, শেষ ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের একটি ল্যাব করোনা পরীক্ষায় যুক্ত হলেও কক্সবাজারের ল্যাবটি কারিগরি ত্রুটির কারণে বন্ধ রয়েছে। অর্থাৎ এদিনও আগের দিনের মতো ৫০টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৬৪৫টি। এর মধ্যে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৮৮টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ৩ লাখ ৭২ হাজার ৩৬৫টি।
ডা. নাসিমা সুলতানা জানান, নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮২৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৬০ হাজার ৩৯১ জনের মধ্যে এই সংক্রমণ পাওয়া গেলে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ২০ দশমিক ০৭ শতাংশ।
বুলেটিনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত ৩০ জন মারা গেছেন। এ নিয়ে ৮১১ জন মারা গেলেন এই ভাইরাসে আক্রান্ত হয়ে। সংক্রমণের বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ৬৪৩ জনসহ মোট ১২ হাজার ৮০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন। শনাক্ত হওয়া সংক্রমণের বিপরীতে সুস্থ হয়ে ওঠার হার ২১ দশমিক ২০ শতাংশ।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা কোভিড-১৯ সংক্রান্ত বুলেটিন টপ নিউজ নিয়মিত অনলাইন বুলেটিন স্বাস্থ্য অধিদফতর