কিটে ত্রুটি, চবি ল্যাবে করোনা পরীক্ষা বন্ধ
৪ জুন ২০২০ ২১:১০ | আপডেট: ৪ জুন ২০২০ ২৩:৫১
চট্টগ্রাম ব্যুরো: স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো র্যাপিড টেস্টিং কিটগুলোতে ত্রুটি পাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) করোনাভাইরাসের নমুনা পরীক্ষা বন্ধ করা হয়েছে। কিটগুলো স্বাস্থ্য অধিদফতরে ফেরত পাঠানো হয়েছে। ত্রুটিমুক্ত কিট পাঠালে আবারো করোনা পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন চবি’র প্রক্টর ও কোভিড-১৯ ডিটেকশন ল্যাব কমিটির সদস্য সচিব অধ্যাপক এস এম মনিরুল হাসান।
প্রক্টর বলেন, গতকাল আমাদের কাছে প্রায় ১০০ স্যাম্পল এসেছে। যখন পরীক্ষা শুরু করি সব, নমুনার ফল আসে একই। এরপর আমরা বুঝতে পারি, কিটগুলোতে ত্রুটি আছে। আমরা আপাতত পরীক্ষা বন্ধ রেখেছি। কিটগুলো আজ স্বাস্থ্য অধিদফতরের কাছে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। স্বাস্থ্য অধিদফতর থেকে নতুন ত্রুটিমুক্ত কিট পাঠালে আমরা আবারও করোনা পরীক্ষা শুরু করব।
চবি কোভিড-১৯ টেস্টিং ল্যাবের ইনচার্জ অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, প্রতিটি কিটে কন্ট্রোল পয়েন্ট থাকে। নেগেটিভ হলে কী রকম কন্ট্রোল হবে, আর পজিটিভ হলে কী রকম কন্ট্রোল থাকবে— সেই কন্ট্রোল লেভেল কাজ করছে না। কন্ট্রোল পয়েন্টগুলোতে সঠিক রেজাল্ট আসছে না। তাই আমরা আপাতত পরীক্ষা বন্ধ রেখেছি। স্বাস্থ্য অধিদফতর নতুন ত্রুটিমুক্ত কিট পাঠালে আমরা আবারও করোনা শনাক্তকরণ পরীক্ষা শুরু করব।
উল্লেখ্য, বুধবার (২৭ মে) করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্তে চট্টগ্রামে চতুর্থ পরীক্ষাগার হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে (চবি) অনুমোদন দেয় স্বাস্থ্য অধিদফতর। সোমবার (১ জুন) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়য়ে জীববিজ্ঞান অনুষদে কোভিড-১৯ শনাক্তকরণ এই ল্যাবের উদ্বোধন হয়। বিকেল ৩টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ল্যাবটির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
করোনা কিট চবি করোনা ল্যাব চবি ল্যাব নমুনা পরীক্ষা র্যাপিড টেস্টিং কিট