Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৪২৩ জন


৪ জুন ২০২০ ১৪:৩৫ | আপডেট: ৪ জুন ২০২০ ১৬:৪১

ঢাকা: সবশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ৩৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৭৮১ জন মারা গেলেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ২ হাজার ৪২৩ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৫৭ হাজার ৫৬৩ জন।

এছাড়া একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫৭১ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এই ভাইরাসে আক্রান্ত ১২ হাজার ১৬১ জন সুস্থ হলেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে জানানো হয়, শেষ ২৪ ঘণ্টায় ৫০টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৭৮৮টি। এর মধ্যে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৬৯৪টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ৩ লাখ ৫৮ হাজার ২৭৭টি।

ডা. নাসিমা সুলতানা জানান, নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪২৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৫৭ হাজার ৫৬৩ জনের মধ্যে এই সংক্রমণ পাওয়া গেলে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৯ দশমিক ০৯ শতাংশ।

বুলেটিনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত ৩৫ জন মারা গেছেন। এ নিয়ে ৭৮১ জন মারা গেলেন এই ভাইরাসে আক্রান্ত হয়ে। সংক্রমণের বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ৫৭১ জনসহ মোট ১২ হাজার ১৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন। শনাক্ত হওয়া সংক্রমণের বিপরীতে সুস্থ হয়ে ওঠার হার ২১ দশমিক ১৩ শতাংশ।

বিজ্ঞাপন

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইন বুলেটিন করোনাভাইরাস কোভিড-১৯ টপ নিউজ স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর