Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলিস্তানে বাসে চাঁদা তোলার সময় ৫ জন আটক


৩ জুন ২০২০ ২১:৩৩ | আপডেট: ৩ জুন ২০২০ ২৩:৩২

ঢাকা: রাজধানীর গুলিস্তানে বাস থেকে চাঁদা তোলার সময় পাঁচ জনকে আটক করেছে পল্টন থানা পুলিশ।  যদিও আটক ব্যক্তিরা বলছেন, সিটি করপোরেশনের টেন্ডার নিয়ে তারা টাকা ‍তুলছিলেন।

বুধবার (৩ জুন) সন্ধ্যায় তাদের আটক করে পল্টন থানায় নিয়ে যায় পুলিশ। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, বাস থেকে চাঁদা তোলার অভিযোগে পাঁচ জনকে আটক করা হয়েছে। এখন তাদের থানায় রাখা হয়েছে। ঘটনাটি যাচাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তবে আটক ব্যক্তিরা বলছেন, সিটি করপোরেশনের কাছ থেকে টেন্ডার নিয়ে তারা টাকা তুলছিলেন। এদিকে, পুলিশ তাদের সিটি করপোরেশনের সেই অনুমতিপত্র আনতে বললেও রাত সোয়া ৯টা পর্যন্ত তারা কোনো অনুমতিপত্র দেখাতে পারেননি।

চাঁদা তোলার সময় আটক চাঁদাবাজি

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর