Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় চিকিৎসক করোনায় আক্রান্ত, জেলায় ৪৭


৩ জুন ২০২০ ২১:১২

সাতক্ষীরা: সাতক্ষীরায় একজন চিকৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপসর্গ দেখা দিলে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে খুলনায় পাঠানো হয়েছিল। বুধবার (৩ জুন) সন্ধ্যায় নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

করোনা আক্রান্ত চিকিৎসকের নাম আমিনুল ইসলাম (৩২)। তিনি কালীগঞ্জ উপজেলার কাজলা গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে। তিনি এবার বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগের পর প্রশিক্ষণ শেষে হাসপাতালে সংযুক্তির অপেক্ষায় রয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে, দুপুরে করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশনে থাকা এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার জানান, ডা. আমিনুল ইসলাম প্রশিক্ষণের জন্য গত ১১ মে ঢাকায় গিয়েছিলেন। সেখান থেকে ২৯ মে তিনি বাড়িতে ফিরে হোম কোয়ারেনটাইনে ছিলেন। এর মধ্যে উপসর্গ দেখা দেওয়ায় গত শনিবার তার নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। বুধবার সন্ধ্যায় তার রিপোর্ট পজিটিভ এসেছে। রাতেই তার বাড়িসহ কয়েকটি বাড়ি লকডাউন করা হবে বলে জানান ডা. জয়ন্ত।

তবে ডা. আমিনুল ইসলাম জানান, তিনি এখন সম্পূর্ণ সুস্থ বোধ করছেন। তার মধ্যে করোনাভাইরাসের কোনো উপসর্গ এখন আর নেই।

এদিকে, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ভবতোষ কুমার মন্ডল জানান, জ্বর, শ্বাসকষ্ট ও ডায়াবেটিসের সমস্যা নিয়ে আখিরন বিবি বুধবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। ভর্তির সময়ে তার রক্তে গ্লুকোজের মাত্রা অনেক বেশি ছিল। ঘণ্টখানেক পর আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিজ্ঞাপন

ডা. ভবতোষ জানান, আখিরন বিবির নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। যথাযথ নিয়ম মেনেই তার লাশ দাফন করা হবে বলে তিনি জানান।

আখিরন বিবিসহ সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ জনের নমুনা পরীক্ষার ফলই নেগেটিভ এসেছে। অন্যদিকে, ডা. আমিনুলসহ জেলায় এ পর্যন্ত মোট ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনা উপসর্গ নিয়ে মৃত্যু করোনায় আক্রান্ত চিকিৎসক করোনায় আক্রান্ত টপ নিউজ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর