লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যা: ২ পাচারকারী রিমান্ডে
৩ জুন ২০২০ ১৭:২৩ | আপডেট: ৩ জুন ২০২০ ১৭:৫৫
ঢাকা: লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই মানবপাচারকারীকে চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৩ জুন) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন, মাহবুবুর রহমান ও সাহিদুর রহমান।
এ সময় মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মিজানুর রহমান আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের প্রার্থনা করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে এ রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ মে লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত ও ১২ জন আহত হন। ওই ঘটনায় ৩৮ জনকে আসামি করে গত ২ জুন রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের করেন সিআইডির উপ-পরিদর্শক রাশেদ ফজল।