দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, রক্ত দিয়ে বাঁচাতে চেষ্টা করেছিলেন এসআই
৩ জুন ২০২০ ১৭:৩১ | আপডেট: ৩ জুন ২০২০ ২০:১০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর খুলশী থানার জাকির হোসেন সড়কে কাভার্ড ভ্যানের চাপায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, নিজে রক্ত দিয়ে ওই বৃদ্ধকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করেছিলেন থানার একজন উপপরিদর্শক (এসআই)। তবে আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।
বুধবার (৩ জুন) সকাল ১০টার দিকে জাকির হোসেন সড়কে গৃহায়ণ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী।
মৃত মোহাম্মদ জাফরের বাসা চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায়। পেশায় তিনি একজন ফার্নিচার মিস্ত্রি ছিলেন।
ওসি প্রনব চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘পথচারী জাফর কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়ে রাস্তায় পড়েছিলেন। এসআই নুরুল আফসার তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। নিজে এক ব্যাগ রক্ত দেন। আরও চার ব্যাগ রক্ত সংগ্রহ করে দেন। হাসপাতালে সার্বক্ষণিক অবস্থান করে ওষুধপত্রের ব্যবস্থা করেন। কিন্তু বিকেল সাড়ে ৪টার দিকে ওই বৃদ্ধ মারা গেছেন।’
কাভার্ড ভ্যান এবং চালকের সহকারী বাপ্পি দে (২১) পুলিশের হাতে আটক হয়ে বর্তমান খুলশী থানায় আছেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বলে জানিয়েছেন ওসি।