Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবরার হত্যা: জিয়নের জামিন নামঞ্জুর


২ জুন ২০২০ ২০:৫৮ | আপডেট: ৩ জুন ২০২০ ১৫:১৮

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বহিষ্কৃত বুয়েট ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়নের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২ জুন) দুপুরে শুনানি শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এবং ভার্চুয়াল কোর্টের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে এ জামিন আবেদন করা হয়।

এসময় জিয়নের পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট ফারুক আহমেদ। শুনানিতে তিনি বলেন, আসামি দীর্ঘদিন ধরে অসুস্থ। এছাড়াও দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন। করোনাভাইরাসের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এ অবস্থায় তার জামিনের প্রার্থনা করছি।

অন্যপক্ষ সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভূইঞা এ জামিনের বিরোধিতা করেন। দুই পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী ফারুক আহমেদ এসব তথ্য সারাবাংলাকে নিশ্চিত করেন।

২০১৯ সালের ৭ অক্টোবর ভোরে বুয়েটের শেরেবাংলা হলের সিঁড়ি থেকে আবরার ফাহাদের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে জানা যায়, শিবির সন্দেহে তাকে ডেকে নিয়ে বন্ধ ঘরে পিটিয়ে মেরেছেন বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়। গত বছর ১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) ওয়াহিদুজ্জামান ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

অভিযুক্ত আসামিরা হলেন— বহিষ্কৃত বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মুহতামিম ফুয়াদ, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার ওরফে অপু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন ওরফে শান্ত, আইন বিষয়ক উপসম্পাদক অমিত সাহা, উপসমাজসেবা বিষয়ক সম্পাদক ইফতি মোশাররফ সকাল, ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন, গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহম্মেদ মুন্না, কর্মী মুনতাসির আল জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীর, মুজাহিদুর রহমান, মনিরুজ্জামান মনির, আকাশ হোসেন, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান মাজেদ, শামীম বিল্লাহ, মুয়াজ ওরফে আবু হুরায়রা, এ এস এম নাজমুস সাদাত, আবরারের রুমমেট মিজানুর রহমান, শামসুল আরেফিন রাফাত, মোর্শেদ অমত্য ইসলাম, এস এম মাহমুদ সেতু, মুহাম্মদ মোর্শেদ-উজ-জামান মন্ডল ওরফে জিসান, এহতেশামুল রাব্বি ওরফে তানিম ও মুজতবা রাফিদ।

বিজ্ঞাপন

আসামিদের মধ্যে প্রথম ২২ জন কারাগারে ও তিন জন পলাতক রয়েছেন।

আবরার হত্যা জামিন নামঞ্জুর বুয়েট শিক্ষার্থী আবরার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর