Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬৯৫ জন


৩ জুন ২০২০ ১৪:৩৮ | আপডেট: ৩ জুন ২০২০ ১৬:৫২

ঢাকা: সবশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৭৪৬ জন মারা গেলেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ২ হাজার ৬৯৫ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৫৫ হাজার ১৪০ জন।

এছাড়া একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪৭০ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এই ভাইরাসে আক্রান্ত ১১ হাজার ৫৯০ জন সুস্থ হলেন।

বিজ্ঞাপন

বুধবার (৩ জুন) দুপুরে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে জানানো হয়, আগের দিন পর্যন্ত দেশে ৫২টি ল্যাবে করোনা পরীক্ষা করা হলেও শেষ ২৪ ঘণ্টায় দুইটি ল্যাবে পরীক্ষার সুযোগ বন্ধ হয়েছে। এর ফলে শেষ ২৪ ঘণ্টায় ৫০টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ১০৩টি। এর মধ্যে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৫১০টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ৩ লাখ ৪৫ হাজার ৫৮৩টি।

ডা. নাসিমা সুলতানা জানান, নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৯৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৫৫ হাজার ১৪০ জনের মধ্যে এই সংক্রমণ পাওয়া গেলে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ২১ দশমিক ৫৪ শতাংশ।

বুলেটিনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে ৭৪৬ জন মারা গেলেন এই ভাইরাসে আক্রান্ত হয়ে। সংক্রমণের বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ৪৭০ জনসহ মোট ১১ হাজার ৫৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন। শনাক্ত হওয়া সংক্রমণের বিপরীতে সুস্থ হয়ে ওঠার হার ২১ দশমিক ০২ শতাংশ।

বিজ্ঞাপন

করোনাভাইরাস কোভিড-১৯ কোভিড-১৯ সংক্রান্ত বুলেটিন টপ নিউজ ডা. নাসিমা সুলতানা নিয়মিত অনলাইন বুলেটিন স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর