Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কঙ্গোতে আবার ইবোলা সংক্রমণ শুরু


৩ জুন ২০২০ ০৯:৩০ | আপডেট: ৩ জুন ২০২০ ১৪:০২

কঙ্গোয় আবার ইবোলা সংক্রমণ শুরু হয়েছে। রাজধানী থেকে ৬০০ মাইল দূরবর্তী ইকুয়াতিয়র প্রদেশে ইবোলা সংক্রমণে ইতোমধ্যেই চার জনের মৃত্যু হয়েছে। প্রাদেশিক গভর্নর, কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রীর বরাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ খবর নিশ্চিত করেছে। খবর দ্য টেলিগ্রাফ।

টেলিগ্রাফ জানায়, ইবোলা’র পুনরায় সংক্রমণের বিষয়টি প্রথমে স্থানীয় প্রাদেশিক রেডিওতে ঘোষণা করেন স্থানীয় গভর্নর বোবো বলোকো বোলুম্বু। পরে দেশটির ন্যাশনাল মেডিকেল রিসার্চ অর্গানাইজেশন ইবোলা সংক্রমণের ব্যাপারে নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

পরে কঙ্গোর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দেশটির জনগণের উদ্দেশে বলা হয়, সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হাত সাবান দিয়ে বার বার ধুয়ে ফেলতে হবে। হ্যান্ডশেক করা যাবে না। যারা জ্বর বা রক্তপাতে মারা যাচ্ছেন তাদেরকে স্পর্শ করা যাবে না।

এর আগে, কঙ্গোতে ২০১৮ সালে সংঘাতপ্রবণ উত্তর কিভু এবং ইতুরি অঞ্চলে প্রথমবার ইবোলা সংক্রমণ লক্ষ করা গিয়েছিল। তারপর এ বছরের এপ্রিলে মনে কর হয়েছিল এ অঞ্চল থেকে ইবোলা সংক্রমণ আপাততঃ শেষ হয়ে গেছে। ডব্লিউএইচও আনুষ্ঠানিকভাবে ইবোলা সংক্রমণ সমাপ্তির ঘোষণা দেওয়ার মাত্র তিনদিন আগেই দেশটিতে নতুন করে সংক্রমণ শুরু হলো।

প্রসঙ্গত, ১৯৭৬ সালে সর্বপ্রথম ইবোলা’র অস্তিত্ত্ব সম্পর্কে জানতে পারে স্বাস্থ্য বিভাগ। এবার নিয়ে মোট ১১ বারের মতো ইবোলা কঙ্গোয় আঘাত হানলো। বাদুড় থেকে আসা এই ভাইরাসটি মানবদেহস্থ ফ্লুইডের মাধ্যমে ছড়িয়ে থাকে। এই ভাইরাস সংক্রমণে মৃত্যুর হার ৬০ শতাংশ। স্থানীয় ইবোলা নদীর নামে ভাইরাসটির নামকরন করা হয়।

বিজ্ঞাপন

ইবোলা কঙ্গো টপ নিউজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর