Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে কট্টরপন্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ২


২৬ নভেম্বর ২০১৭ ০৩:৪১ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৮ ২০:২০

সারাবাংলা ডেস্ক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কট্টরপন্থীদের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। ঘটনায় ২৫০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অানতে সেনা মোতায়ন করা হয়েছে।

শনিবারের এই হতাহতের মধ্য দিয়ে দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভের অবসান হয়েছে বলে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

পাকিস্তানের গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযানে আট হাজার ৫০০ পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। কমপক্ষে ১৫০ বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছে।

শিয়ালকোটে পাঞ্জাব শহরের পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা শনিবার দেশটির আইন ও বিচারমন্ত্রী জাহিদ হামিদের বাসভবনের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। ওই সময় হামিদ ও তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোঁড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জাহিদ হামিদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে ৮ নভেম্বর থেকে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির প্রতিবেশী একটি শহরের প্রধান সংযোগ সড়ক বন্ধ করে রেখেছিল বিক্ষোভকারীরা।

জাহিদ হামিদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে ৮ নভেম্বর থেকে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির প্রতিবেশী একটি শহরের প্রধান সংযোগ সড়ক বন্ধ করে রেখেছিল বিক্ষোভকারীরা।

নিহত ২ পাকিস্তানে কট্টরপন্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর