Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গার্দিওলা-জিদানের পথ অনুসরণ করবেন জামাল ভূঁইয়া!


২ জুন ২০২০ ১৮:৪৯ | আপডেট: ৬ জুন ২০২০ ১৭:৩০

জাহিদ-ই-হাসান, স্পোর্টস করেসপন্ডেন্ট
ঢাকা: বয়স মাত্র ৩০। এখনই হয়তো বলার সময় আসেনি যে দেশের পোস্টার বয় জামাল ভূঁইয়া ফুটবল ছাড়ছেন কবে। যে ফিটনেস আর আগ্রহ আছে তাতে এখনও দিব্বি খেলে যেতে পারবেন অর্ধ যুগের মতো। সেরকমই চান লাল-সবুজের অধিনায়ক। তবে বুটজোড়া শোকেজে তুলে অবসরের পর খেলাপাগল মানুষটা কী করবেন সেটা অনেকেরই জানার আগ্রহ আছে।

ফুটবলেই থাকবেন নাকি ব্যবসা নাকি একেবারে ফুটবলে ছেড়ে একা জীবন কাটাবেন স্ত্রীর সঙ্গে সেটাও সমর্থকদের মনে আগ্রহের জায়গা হতে পারে।

বিজ্ঞাপন

তবে আপাতত অবসরের চিন্তা একেবারেই মাথায় আনতে চান না জামাল ভূঁইয়া। বলছেন, যতদিন পারবেন খেলাটাকে ইনজয় করে যেতে চান। খেলোয়াড় জীবনটার সবচেয়ে বেশি উপযোগিতা নিতে চান।

অবসর ভাবনা নিয়ে বাফুফের লাইভ আড্ডায় জামাল ভূঁইয়া বলেছেন তার অবসর ভাবনা নিয়ে। আপাতত খেলা নিয়ে মগ্ন থাকতে চান বলে জানান জেবি সিক্স, ‘অবসর নিয়ে আমি কখনও চিন্তা করি না। আশরাফুল ইসলাম রানারা (বয়স ৩২) এতো বছর খেলে যাচ্ছে। আমিও খেলতে চাই। আরো অনেক বছর ফুটবল খেলতে চাই।’

তবে অবসরে গেলে ফুটবলেই থাকতে চান এই মিডফিল্ডার। কোচ হিসেবে ফিরতে চান ফুটবলে। বার্সাকে হেক্সা জেতানো পেপ গার্দিওলা বা রিয়াল মাদ্রিদকে তিনবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতানো জিনেদিন জিদানের মতো খেলোয়াড়জীবনের পর কোচিং ক্যারিয়ারকে বেছে নিতে চান তিনি, ‘অবসরের পরে কোচ হতে পারি। আমি অনেক দিন থেকে ফুটবলের সঙ্গে আছি। সো বিষয়গুলো জানি মোটামুটি। আমার ইচ্ছা আছে কোচ হওয়ার।’

সারাবাংলা/জেএইচ

অবসর কোচ জামাল ভূঁইয়া জিনেদিন জিদান পেপ গার্দিওলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর