পুঁজিবাজারে দরপতন অব্যাহত
২ জুন ২০২০ ১৫:২৪ | আপডেট: ২ জুন ২০২০ ১৭:০৮
ঢাকা: পুঁজিবাজারে আবারও টানা দরপতন শুরু হয়েছে। টানা ৬৬ দিন বন্ধ থাকার পর প্রথম দিন সূচকের ঊর্ধ্বগতি থাকলেও পরদিনই পতন হয় সূচকের। তৃতীয় দিনেও দরপতনের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
করোনাভাইরাসের কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর গত রোববার (৩১ মে) থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। সোমবারই সূচকের পতন ঘটে। আজ মঙ্গলবার (২ জুন) টানা দ্বিতীয় দিনের মতো সূচকের পতন দিয়ে শেষ হয়েছে দেশের দুই পুঁজিবাজারের লেনদেন।
বাজার বিশ্লেষকদের মতে, দেশের আর্থিক খাতের বিরূপ প্রভাব পড়েছে পুঁজিবাজারে। বিশেষ করে ব্যাংক, বীমা ও ব্যাংক বহির্ভূত আর্থিক খাত দুর্বল হয়ে পড়ায় এই খাতের শেয়ারের দাম গত কয়েক বছর ধরেই নিম্নমুখী। গত মার্চ মাস থেকে করোনাভাইরাসের কারণে আর্থিক খাতের পাশাপাশি অনান্য খাতের কোম্পানিগুলোর উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে বিভিন্ন কোম্পানির উৎপাদন বন্ধ রয়েছে। এইসব কারণে বর্তমানে শেয়ারবাজার টালমাটাল অবস্থা। পাশাপাশি শেয়ারবাজারে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কোনো শাস্তি না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট রয়েছে। এসব কারণে পুঁজিবাজারে দরপতন চলছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২৯৪টি প্রতিষ্ঠানের ৩৮ কোটি ৫৩ লাখ ৯ হাজার ৩৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র ১২টির, কমেছে ৫৩টির। ২২৯টি শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত ছিল।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট কমে ৩ হাজার ৯৬৯ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসইর শরিয়াহ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে যথাক্রমে ৯২০ এবং ১ হাজার ৩৩০ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসইতে ১৫৫ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।
অন্যদিকে, এদিন দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বড় ধরনের পতন দিয়েই শেষ হয়েছে লেনদেন। এদিন সিএসই‘র সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৮১ পয়েন্ট কমে ১১ হাজার ২৬১ পয়েন্টে নেমে আসে। সিএসইতে ১২৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র ১০টির, কমেছে ৩০টির এবং ৮৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। দিনশেষে সিএসইতে ৫৬ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ টপ নিউজ ডিএসই ঢাকা স্টক এক্সচেঞ্জ দরপতন পুঁজিবাজার সিএসই