সায়েরা খাতুনের মৃত্যুবার্ষিকীতে আ.লীগের দোয়া ও মিলাদ
১ জুন ২০২০ ২২:৫৩ | আপডেট: ২ জুন ২০২০ ০২:১৮
ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাতা শেখ সায়েরা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় সায়েরা খাতুনের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পঁচাত্তরের ১৫ আগস্টের সব শহিদ ও পরলোকগত বঙ্গবন্ধু পরিবারের সব সদস্যের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।
১৯৭৪ সালের ৩১ মে মৃত্যুবরণ করেন সায়েরা খাতুন। এ উপলক্ষে রোববার (১ জুন) বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলটি অনুষ্ঠিত হয়। এসময় তার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
একইসঙ্গে আগামী ৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবস এবং ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সম্পর্কে বিস্তারিত আলোচনাও হয় ধানমন্ডি কার্যালয়ে। এ সময় উপস্থিত কেন্দ্রীয় নেতারা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন এবং কথা বলেন।
আলোচনায় কেন্দ্রীয় নেতারা বৈশ্বিক মহামারি পরিস্থিতি বিবেচনায় জনসমাগম এড়িয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে নতুন প্রজন্মের কাছে স্বাধীন বাংলাদেশের ইতিহাস বিনির্মাণে ঐতিহাসিক ৭ জুন ও ঐতিহাসিক ২৩ জুনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার প্রয়োজনীয়তার কথা বলেন। আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা সংকট মোকাবিলার কথাও উঠে আসে।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য সাহাবুদ্দীন ফরাজীসহ অন্যরা।
জাতির পিতার মা দোয়া ও মিলাদ মাহফিল মৃত্যুবার্ষিকী সায়েরা খাতুন