Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিবিয়ায় মানব পাচার: সিলেটের বিশ্বনাথ থেকে গ্রেফতার ১


২ জুন ২০২০ ০২:০১

সিলেট: লিবিয়ার মানব পাচারকারী চক্রের সদস্য সিলেটের রফিক আহমদকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১ জুন) বিকেলে র‌্যাব-৯-এর সদস্যরা বিশ্বনাথে কাঠলীপাড়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

র‌্যাব জানিয়েছে, ২০১৯ সালে ভূমধ্যসাগরে সিলেটের কয়েকজনের মৃত্যুর ঘটনায় তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি মামলা দায়ের করা হয়েছিল। এরপর থেকে তিনি পলাতক থাকলেও ঢাকায় আত্মগোপনে থেকে মানবপাচারে সক্রিয় ছিলেন।

বিজ্ঞাপন

র‌্যাব আরও জানিয়েছে, ঈদের পর বিশ্বনাথের নিজ বাড়িতে ফিরেছিলেন রফিক। সোমবার সেখান থেকেই র‌্যাব তাকে গ্রেফতার করেছে।

মানব পাচার চক্র মানব পাচার চক্রের সদস্য গ্রেফতার লিবিয়ায় মানব পাচার