Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম করোনায় আক্রান্ত


১ জুন ২০২০ ২১:৪৫ | আপডেট: ২ জুন ২০২০ ০৯:২৯

ঢাকা: সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে ভর্তি রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (১ জুন) বিকেল নমুনা পরীক্ষায় মোহাম্মদ নাসিমের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। তার ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জয় বলেন, চার দিন আগে আব্বার করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। তবে শারীরিক দুর্বলতা থাকায় আমরা আজকে তাকে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করিয়েছি। নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।

জয় বলেন, আমরা একটু আগে ফল জানতে পেরেছি। আব্বার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

এর আগে, মোহাম্মদ নাসিমের স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

মোহাম্মদ নাসিম সাবেক স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর