Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিবেকের বাতিঘর ডা. জাফরুল্লাহর সুচিকিৎসা নিশ্চিত করুন’


১ জুন ২০২০ ২০:৫০ | আপডেট: ১ জুন ২০২০ ২০:৫৮

ঢাকা: করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ‘বিবেকের বাতিঘর’ আখ্যায়িত করে তার সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

সোমবার (১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। তার রাজনৈতিক সচিব শহীদুল্লাহ ফরায়জী এ বিবৃতি পাঠান।

আরও পড়ুন- ডা. জাফরুল্লাহ’র স্ত্রী-পুত্র করোনা পজিটিভ

বিবৃতিতে আ স ম আবদুর রব বলেন, ‘করোনার ধ্বংসযজ্ঞে আমরা প্রতিনিয়ত আমাদের প্রিয় ভাই-বোনদের হারাচ্ছি। প্রতি মুহূর্তে করোনা সংক্রমণ ও মৃত্যু আমাদেরকে বিপন্ন করে দিচ্ছে। এই করোনার ভয়াবহতা মোকাবিলার সার্বিক প্রচেষ্টা এবং মৌলিক উদ্যোগের অন্যতম কারিগর ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, ‘করোনা শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত টেস্টিং কিটের অনুমোদন প্রক্রিয়ায় লাগাতার লড়াইয়ের মাঝেই আক্রান্ত হয়েছেন বাঙালি জাতি রাষ্ট্রের অন্যতম সিপাহসালার, আজীবন সংগ্রামী, বিবেকের বাতিঘর ডা. জাফরুল্লাহ চৌধুরী। তার এবং পরিবারের সদস্যদের করোনায় আক্রান্ত হওয়ার সংবাদে সমগ্র জাতি এবং বিশ্বের অগণিত মানুষ উদ্বিগ্ন।’

আরও পড়ুন- ডা. জাফরুল্লাহ’র অবস্থা অপরিবর্তিত, নিয়েছেন ব্রিদিং থেরাপি

জেএসডি সভাপতি বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী অনন্যসাধারণ বাঙালি। এই সংকটকালে তার সেরে ওঠা আমাদেরকে মানসিক এবং নৈতিক জগতে অনেক বেশি শক্তি জোগাবে, করোনার ভয়াবহতা মোকাবিলায় জাতিকে ঐক্যবদ্ধ হতে প্রেরণা দেবে।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী ও তার পরিবারের সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান ও দেশবাসীর কাছে দোয়া কামনা করেন সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব।

বিজ্ঞাপন

আ স ম আবদুর রব করোনাভাইরাসে আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরী

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর