Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষতিপূরণ চেয়ে ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে রিট


১ জুন ২০২০ ১৭:৩৫ | আপডেট: ১ জুন ২০২০ ১৭:৩৭

ঢাকা: রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরণও চাওয়া হয়েছে।

সোমবার (১ জুন) হাইকোর্টে জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রেদোওয়ান আহমেদ রানজিব ও হামিদুল মিসবাহ। বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চে রিটের শুনানি হবে।

রিটের পক্ষে শুনানি করবেন আইনজীবী অনিক আর হক।

রিটকারি আইনজীবী রেদওয়ান রানজিব জানান, ইউনাইটেড হাসপাতালে আগুনের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়েছি। ওই ঘটনায় নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরণও চাওয়া হয়েছে।

এছাড়া, আগুনের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে বিবাদীদের নিস্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির প্রার্থনা করা হয়েছে। রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, পুলিশ মহাপরিদর্শকসহ সাত জনকে বিবাদী করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (২৭ মে) রাত ৯টা ২০ মিনিটের দিকে ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আগুন লাগে। এতে সেখানে থাকা পাঁচজন রোগীর সবাই মারা যান।

আরও পড়ুন: ইউনাইটেড হাসপাতালে আগুনে পুড়ে মারা গেলেন ৫ করোনা রোগী

ইউনাইটেড হাসপাতাল ইউনাইটেড হাসপাতালে আগুন ক্ষতিপূরণ হাইকোর্টে রিট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর