পুঁজিবাজারে সূচকের পতন
১ জুন ২০২০ ১৬:৩৫ | আপডেট: ১ জুন ২০২০ ১৬:৪৯
ঢাকা: দীর্ঘ ৬৬ দিন পর সূচকের ঊর্ধ্বগতি দিয়ে পুঁজিবাজারের লেনদেন শুরু হলেও দ্বিতীয় দিনেই দরপতন হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম— দুই বাজারেই পতন হয়েছে সবগুলো সূচকের।
সোমবার (১ জুন) দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬১ পয়েন্ট কমে ৩ হাজার ৯৯৯ পয়েন্টে নেমে আসে।এদিন ডিএসইর শরিয়াহ সূচক ২১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট কমে যথাক্রমে ৯২৯ ও ১ হাজার ৩৪৭ পয়েন্টে নেমে আসে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র ২৭টির, কমেছে ৭০টির। ২৩০টি শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত ছিল। এদিন ডিএসইতে ১৯৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। আগের দিন (রোববার) ডিএসইতে লেনদেন হয়েছিল ১৪৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, সোমাবার দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বড় ধরনের পতন দিয়েই শেষ হয়েছে লেনদেন। এদিন সিএসই‘র সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১২৮ পয়েন্ট কমে ১১ হাজার ৩৪১ পয়েন্টে নেমে আসে। সিএসইতে ১২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র ২৭টির, কমেছে ৩৪টির এবং ৬২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। দিনশেষে সিএসইতে ৫৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ টপ নিউজ ডিএসই ঢাকা স্টক এক্সচেঞ্জ পুঁজিবাজার সিএসই