Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাস্ক নিয়ে মারামারির জেরে মানববন্ধন, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


১ জুন ২০২০ ১৬:১৩

শরীয়তপুর: জেলার ডামুড্যা উপজেলায় মানববন্ধনের আয়োজন করায় জ‌রিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ জুন) দুপুরে সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার পরিবারের চার জনের ওপর হামলার ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছিল।

উপজেলার সিড্যা আমিন বাজারে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানববন্ধ‌ন করে। এসময় ডামুড্যা থানা পুলিশ এসে তা পণ্ড করে দেয়। মুখে মাস্ক পরাকে কেন্দ্র করে বিরোধের জেরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার পরিবারের ওপর হামলা হয়েছিল বলে জানা গেছে।

বিজ্ঞাপন

পরে সরকারের নির্দেশ অমান্য করে মানববন্ধনের আয়োজন করায় ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ইউনিয়ন পরিষদের সদস্যসহ ৫ জনকে ৫০০ টাকা অর্থদণ্ড করেন।

এর আগে, গত ২৭ এপ্রিল মাস্ক পরা নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২৯ এপ্রিল ৩২ জনকে আসামি করে ডামুড্যা থানায় একটি হত্যাচেষ্টা মামলাও দায়ের করেছেন চেয়ারম্যান।

জরিমানা ভ্রাম্যমাণ আদালত মানববন্ধন মাস্ক

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর