Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় সরকারি চাল পাচারের ঘটনায় সাময়িক বরখাস্ত ২


১ জুন ২০২০ ০৬:২০

বগুড়া: জেলার গাবতলি উপজেলার খাদ্য গুদাম থেকে সরকারি চাল পাচারের অভিযোগে আটক দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া দুজনে হলেন, গুদাম কর্মকর্তা (ওসি এলএসডি) গাজী মো. শফিকুল ইসলাম ও নৈশ প্রহরী সাদেকুল ইসলাম। তাদের দুজনসহ চাল পাচারের সঙ্গে জড়িত ব্যবসায়ি আমজাদ হোসেন শাহীনকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (২৮ মে) সকালে গাবতলির সাবেক পাড়া খাদ্য গুদাম থেকে ১৫ টন চাল ট্রাকযোগে পাচারের সময় পুলিশের হাতে আটক হন তারা। তাদেরকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে হস্তান্তর করে গাবতলি থানা পুলিশ। এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

এবিষয়ে দুদক সমন্বিত কার্যালয়ের উপ পরিচালক মোঃ মনিরুজ্জামান জানান বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে ১৫ মেট্রিক টন চাল সরকারি খাদ্য গুদাম থেকে বাইরে বিক্রি করে আত্মসাৎ করার চেষ্টা করা হয়েছিল বলে জানা গেছে। এছাড়াও ওই গুদামে আরও ৯ মেট্রিক টন চাল পাওয়া যায়। এ ঘটনায় দুর্নীতি দমন আইনে তাদের নামে মামলা দায়ের করা হয়েছে।’

বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলাম দুজনকে সাময়িক বরখাস্ত করার তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুনার রশিদ আটকদের নামে গাবতলী মডেল থানায় এজাহার দাখিল করেন। কিন্তু সেই মামলা থানায় রেকর্ড না করে তাদেরকে দুদকের কাছে হস্তান্তর করা হয়। দুদক আইনে তাদের বিরুদ্ধে মামলার পর আদালতে শনিবার হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বগুড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর