Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় প্রাণ হারালেন ঢাবি অধ্যাপক


১ জুন ২০২০ ০৪:৫৫ | আপডেট: ১ জুন ২০২০ ০৫:৪২

ঢাকা বিশ্ববিদ্যালয়: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. শাকিল উদ্দিন আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগে অধ্যাপনা করতেন।

রোববার (৩১ মে) রাত সাড়ে আটটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে সারাবাংলাকে নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী।

বিজ্ঞাপন

অধ্যাপক শাকিল আগে থেকেই ফুসফুসজনিত জটিলতায় ভুগছিলেন। করোনাভাইরাস শনাক্ত হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। তিনদিন আগে প্লাজমা থেরাপি দেওয়া হয়। পাশাপাশি আইসিইউ, ভেন্টিলেশনসহ সকল ধরনের চিকিৎসা ব্যবস্থাও ছিলো। গোলাম রব্বানী বলেন, ‘ড. শাকিলের বয়স পঞ্চাশের বেশি হবে। সঠিক বলতে পারছি না। শনাক্তের পর দ্রুতই হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো তাঁকে। আইসিইউ, ভেন্টিলেশন সুবিধা, প্লাজমা থেরাপিসহ সব কিছু দিয়েই তাঁকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে। তারপরও বাঁচানো সম্ভব হয়নি।’

টপ নিউজ ড. শাকিল উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. শাকিল উদ্দিন আহমেদ প্লাজমা থেরাপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর