Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫২ টি ডিম দিল করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কুমির ‘জুলিয়েট’


১ জুন ২০২০ ০৩:৫৪ | আপডেট: ১ জুন ২০২০ ০৫:৪৩

মোংলা: দেশের একমাত্র সরকারি কুমির প্রজনন কেন্দ্র সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের মা কুমির ‘জুলিয়েট’ ৫২ টি ডিম দিয়েছে। শুক্রবার (২৯ মে) সকালে পূর্ব সুন্দরবনের এই প্রজনন কেন্দ্রের পুকুর পাড়ে কুমিরটি ডিম দেয় বলে জানান প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির।

এই বন কর্মকর্তা বলেন, আগামি ৮৫ থেকে ৯০ দিনের মধ্যে ডিমগুলো থেকে বাচ্চা ফোটার সম্ভাবনা রয়েছে। বাচ্চা ফোটানোর জন্য ১৪ টি ডিম কুমিরটির নিজস্ব বাসা, ২৬টি ডিম কেন্দ্রের পুরাতন ইনকিউবেটরে ও ১২ টি নতুন ইনকিউবেটরে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

ফরেস্টার আজাদ কবির জানান, করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ছোটবড় মিলিয়ে মোট ১৯৫ টি বাচ্চা কুমির রয়েছে। এর মধ্যে বড় কুমির ৬ টি। কেন্দ্রের পুকুরে প্রজননের জন্য দু’টি স্ত্রী ও একটি পুরুষ কুমির রয়েছে। বাকী কুমিরগুলো কেন্দ্রের প্যানে রেখে লালন পালন করা হচ্ছে।

বংশ বৃদ্ধির উদ্দেশ্যে বিলুপ্তপ্রায় নোনা পানির এ কুমিরগুলোকে পরবর্তিতে বনের অভ্যন্তরের বিভিন্ন নদ-নদীতে ছেড়ে দেয়া হবে বলে জানান আজাদ কবির। আগামি ১৫ দিনের মধ্যে অপর মা কুমির “পিলপিল” এর ডিম পাড়ার কথা রয়েছে। প্রতি বছর প্রজনন মৌশুম মে ও জুন মাসে এ কুমির দু’টি ডিম পাড়ে। গত বছর মা কুমির জুলিয়েট ও পিলপিল ডিম দিলেও তা থেকে কোন বাচ্চা ফোটানো সম্ভব হয়নি বলে জানান এ কর্মকর্তা।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র কুমির 'জুলিয়েট' বন্যপ্রাণী প্রজনন মা কুমির সুন্দরবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর