Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘোড়াঘাটে একদিনে পুলিশের এসআইসহ ৮ জনের করোনা শনাক্ত


১ জুন ২০২০ ০৩:১৮

হিলি: দিনাজপুরের ঘোড়াঘাটে একদিনে পুলিশের এসআই সহ ৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাড়াঁলো ২৮।

শনিবার (৩০ মে) সন্ধায় দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব থেকে তাদের সংগ্রহকৃত নমুনার ফলাফল পজিটিভ আসে। পরে বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ আহম্মেদ। তিনি বলেন, ‘গত শনিবার দিনাজপুর পিসিআর ল্যাব থেকে আমাদের উপজেলার আরও ৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে দুইজন ঢাকা ফেরত হলেও বাকিরা করোনা রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন। আমরা আক্রান্তদের সব ধরণের পরার্মশ ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরার্মশ দিয়ে যাচ্ছি।’

বিজ্ঞাপন

এসআইয়ের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ আমিরুল ইসলাম জানান, ‘আমাদের থানায় কর্মরত একজন পুলিশ সদস্যের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়াও ওই পুলিশ সদস্যের সংস্পর্শে যারা এসেছেন তাদের নমুনা সংগ্রহ
করে পরীক্ষার জন্য পাঠানো হবে। থানার সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে।’

নতুন আক্রান্ত রোগীরা হলেন, ঘোড়াঘাট থানা পুলিশের উপ-পরিদর্শক মোজাফফর রহমান (৩৪), বেগুনবাড়ি গ্রামের আব্দুর রহিম (৩৫), সিংড়ার সানজিদ (১৬), রুবেল (২৭), নাইমুর রহমান (২৩), সওলা গ্রামের হাসিব মিয়া (২২), সানজিদা আক্তার (১৭) ও শ্রী কল্লোল (৩৩)।

করোনা শনাক্ত করোনাভাইরাস করোনাভাইরাস শনাক্ত

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর