Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএসসির ফল: করোনা কেড়ে নিয়েছে উচ্ছ্বাস-উল্লাস


৩১ মে ২০২০ ১৯:৪০ | আপডেট: ৩১ মে ২০২০ ২২:৩৩

ঢাকা: শিক্ষা জীবনের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এসএসসির ফলপ্রকাশ হয়েছে। ফলপ্রকাশের এই দিনটি ঘিরে দেশের প্রতিটি স্কুল মুখর হয়ে ওঠে বাঁধভাঙা আনন্দ-উচ্ছ্বাসে। কিন্তু অদৃশ্য শত্রু করোনাভাইরাস কেড়ে নিয়েছে সব উল্লাস-উচ্ছ্বাস। স্কুলের গেটে তালা, নেই কোনো হৈ চৈ। স্কুলের বোর্ডে নেই রোল নম্বর খোঁজার চিরচেনা দৃশ্য। ঘরে বসে মোবাইল আর কম্পিউটারের স্ক্রিনে চলছে ফল দেখা!

করোনাভাইরাসের প্রকোপে এ বছর ফলপ্রকাশের পর দেখা যায়নি শিক্ষার্থীদের ভিকটরি (ভি) চিহ্নের প্রকাশ, দলবেঁধে উচ্ছ্বাসে ভেসে যাওয়ার দৃশ্য। এমন দিনে মিষ্টির দোকানগুলোতে গিয়ে খালি হাতে ফিরে আসতে হয় অনেক অভিভাবককেই। অথচ এ বছর মিষ্টি খাওয়ানোর সেই চিরচেনা দৃশ্যও উধাও নিমেষেই।

বিজ্ঞাপন

আরও পড়ুন- এসএসসিতে বেড়েছে পাসের হার, জিপিএ-৫

করোনাকালের মধ্যেই রোববার (৩১ মে) প্রকাশ হলো এসএসসি ও সমমান পরীক্ষার ফল। আর সে ফলপ্রকাশের দিনটিই ফলপ্রকাশের অন্য সব বছরের চেয়ে বিপরীত হয়ে রইলো।

এদিন সকালে সরকারি বাসভবন গণভবন থেকে অনলাইনে এসএসসি ও সমমান পরীক্ষার ফল উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনলাইন সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল প্রকাশ করেন। এবার ৯টি সাধারণ শিক্ষাবোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডে সম্মিলিত পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ।

ফলপ্রকাশের পর রাজধানীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, স্কুলগুলোর গেট আটকানো। স্বাভাবিকভাবেই স্কুলে বা গেটের সামনে কোনো শিক্ষার্থী বা অভিভাবকদের উপস্থিতি নেই। অথচ প্রতিবছর এসএসসি পরীক্ষার ফলপ্রকাশের দিনটিতেই এসব স্কুল সবচেয়ে জমজমাট থাকে। করোনাভাইরাস সব মুখরতা কেড়ে নেওয়ায় এখন সেখানে কেবলেই নিস্তব্ধতা।

বিজ্ঞাপন

রাজধানীর অন্যতম শীর্ষ স্কুল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বেইলী রোডের মূল ক্যাম্পাসে প্রতিবছর ফলপ্রার্থী শিক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড় থাকে। ফলপ্রকাশের দিনে এই স্কুলে গণমাধ্যমকর্মীদের হাজিরাও যেন বাধ্যতামূলক। অথচ আজকের এই দিনে স্কুলপ্রাঙ্গণে পিনপতন নিরবতা। গেটগুলো সব লক করা। গেটের সামনে নেই কোনো শিক্ষার্থী বা অভিভাবক। ভেতরে নেই কোনো হৈ চৈ।

আরও পড়ুন – এসএসসিতে এবারও দেশসেরা রাজশাহী

গেটের সামনে গিয়ে ভেতরের অবস্থা দেখার চেষ্টা করতেই দারোয়ান সামসুল ইসলাম পকেট গেট দিয়ে মাথা বের করে বলেন, গেট খোলা সম্পূর্ণ নিষেধ। এখানে কোনো ফলাফল প্রকাশ করা হবে না।

গণমাধ্যমকর্মী পরিচয় দিলে গেটে টাঙানো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের একটি নোটিশ দেখিয়ে বলেন, ওই খানেই সব বলা আছে। স্কুল কর্তৃপক্ষ গেট খুলতে নিষেধ করেছেন। স্কুল থেকে কোনো ফল দেওয়া হবে না। এ কারণে কেউ আসেনি।

একই অবস্থা দেখা যায় বাড্ডা হাই স্কুলেও। স্কুলটিতে কোনো শিক্ষক বা শিক্ষার্থীর উপস্থিতি দেখা যায়নি। প্রবেশ গেটে তালা ঝুলছে। দীর্ঘ দিন শিক্ষার্থীদের অনুপস্থিতিতে ভবনের সামনের বালুর মাঠে সবুজ ঘাসে ভরে উঠছে।

একটু দূরেই রয়েছে আরেকটি কিন্ডারগার্টেন। শিশুদের কলরবে মুখরিত থাকত সারাদিন। সেখানেও দেখা যায়নি কাউকে।

কথা হয় ডাইনামিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুল হকের সঙ্গে। তিনি জানান, রেজাল্ট স্কুল থেকে দেওয়া হবে না। এসএমএসের মাধ্যমেই সবাইকে ফল পৌঁছে দেওয়া হবে। এ কারণে শিক্ষার্থীদেরও স্কুলে আসতে নিষেধ করে দেওয়া হয়েছে। তাছাড়া করোনার এ সময় এমনিতেই সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। সরকারি নিষেধাজ্ঞা থাকায় কেউ স্কুলে আসেনি। অনলাইনে সবাই ঘরে বসে ফলাফল পেয়ে যাচ্ছেন।

ফলপ্রকাশের সময় শিক্ষার্থীদের আনন্দ-উল্লাসের কথা স্মরণ করে এই শিক্ষক বলেন, সহপাঠীরা সবাই মিলে একসঙ্গে ফল নেওয়া, আনন্দ-উল্লাস, হৈ চৈ করা— এগুলো তো ঘরে বসে সম্ভব না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বেঁচে থাকাটাই দায়। উল্লাস তো পরের কথা। বেঁচে থাকলে নিশ্চয় সবই করা যাবে। তারপরও এমন নিরানন্দ পরিবেশে এসএসসির ফলপ্রকাশ জীবনে কখনো দেখেননি বলেও আক্ষেপ করেন এই শিক্ষক।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে গড়ে ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। সবগুলো বোর্ডে পরীক্ষায় অংশ নিয়েছে মোট ২০ লাখ ৪০ হাজার ২৮ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ শিক্ষার্থী।

আরও পড়ুন-

বিদেশে ৯ কেন্দ্রে পাসের হার ৯৪.৬৪%

এসএসসিতে পাসের হার ৮২.৮৭ শতাংশ

শতভাগ পাস বেড়েছে ৪৪০ শিক্ষা প্রতিষ্ঠানে

করোনা ঝুঁকি না কমা পর্যন্ত এইচএসসি হবে না: শিক্ষামন্ত্রী

টানা ৫ বছর এসএসসিতে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

এসএসসি পরীক্ষার ফল এসএসসি পরীক্ষার ফল ২০২০ টপ নিউজ ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর