Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুবাই থেকে ফিরলেন ২৬২ বাংলাদেশি


৩১ মে ২০২০ ১৮:০৭

ঢাকা: দুবাইতে আটকে থাকা ২৬২ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন বলে জানা গেছে। রোববার (৩১ মে) দুপুরে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) তাহেরা খন্দকার।

তিনি জানান, বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে দুবাই থেকে ভোর ৪টা ৩০ মিনিটে ২৬২ নাগরিক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাদের হোম কোয়ারেনটাইনে থাকতে বলা হয়েছে।

অপরদিকে, গত ২২মে ভারতের কলকাতা থেকে বাংলাদেশে আসেন ৭৪ বাংলাদেশি নাগরিক। ১৬ মে মালদ্বীপ থেকে বাংলাদেশ বিমানে করে আসেন ৩৫৩ বাংলাদেশি নাগরিক। ১২মে মুম্বাই থেকে আসেন ৮৮ জন, ৫ মে বিকেলে দিল্লী থেকে আসেন ১৩০ জন, ৩ মে সন্ধ্যায় মুম্বাই থেকে আসেন ১৫২ জন, একই দিন বিকেলে কলকাতা থেকে আসেন ৫৯জন এবং ২ মে ভারতের দিল্লীতে আটকা পড়া ১৫১ বাংলাদেশি নাগরিক বাংলাদেশ বিমানে করে দেশে ফেরেন।

উল্লেখ্য, বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট আগামীকাল থেকে সীমিত পরিসরে চালু হলেও আন্তর্জাতিক ফ্লাইট ১৫ জুনের আগে চালু হচ্ছে না।

দুবাই বাংলাদেশি নাগরিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর