যশোর বোর্ডে পাশের হার ৮৭.৩১ শতাংশ
৩১ মে ২০২০ ১৭:০৭
যশোর: এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৩১ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭৬৪ জন শিক্ষার্থী। যশোর প্রেসক্লাবে আজ (৩১ মে) সকাল সাড়ে ১০ টায় যশোর শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
সারাদেশের মতো যশোরের শিক্ষার্থীরাও প্রথমবারের মতো ঘরে বসে মোবাইলে এসএসসি পরীক্ষার ফলাফল জানতে পেরেছে। আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর বোর্ড আওতাধীন সকল পরীক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বরে ফলাফল পৌঁছে দেয়া হয়।
উল্লেখ্য, যশোর শিক্ষা বোর্ডের অধীন এবার ১ লাখ ৬০ হাজার ৬৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে উর্ত্তীণ হয়েছে ১ লাখ ৪০ হাজার ২৪৩ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৬৮ হাজার ৯১৯ জন ছাত্র এবং ৭১ হাজার ৩২৪ জন ছাত্রী। ছেলেদের পাশের হার ৮৫ দশমিক ৮২ এবং মেয়েদের ৮৮ দশমিক ৭৯ শতাংশ।
প্রসঙ্গত, গতবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় যশোর বোর্ডে পাশের হার ছিল ৯০ দশমিক ৮৮ শতাংশ।