Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএসসিতে বেড়েছে পাসের হার, জিপিএ-৫


৩১ মে ২০২০ ১৫:১৯ | আপডেট: ৩১ মে ২০২০ ১৯:৫৭

ঢাকা: এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের চেয়ে পাসের হার বেড়েছে। গত বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। এ বছর এসএসস ও সমমান পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন শিক্ষার্থী।

রোববার (৩১ মে) সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হয়। পরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনলাইন ব্রিফিংয়ের মাধ্যমে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন- এসএসসিতে এবারও দেশসেরা রাজশাহী

ফল বিশ্লেষণ করে দেখা যায়, এ বছর ১১ বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮২ দশমিক ২০ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর পাসের হার কিছুটা বেড়েছে।

এদিকে, এবার ১১ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। অর্থাৎ প্রায় ৩০ হাজার বেশি শিক্ষার্থী এ বছর জিপিএ-৫ পেয়েছে।

আরও পড়ুন- এসএসসিতে পাসের হার ৮২.৮৭ শতাংশ

আলাদাভাবে কেবল ৯ সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৩ দশমিক ৭৫ শতাংশ। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে এই হার ৮২ দশমিক ৫১ শতাংশ, কারিগরির শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় সেটা ৭২ দশমিক ৭০ শতাংশ।

[এসএসসি পরীক্ষার ফলপ্রকাশের পর নিজের ফল খুঁজছে এক পরীক্ষার্থী, গত বছরের ছবি]

আরও পড়ুন-

বিদেশে ৯ কেন্দ্রে পাসের হার ৯৪.৬৪%

শতভাগ পাস বেড়েছে ৪৪০ শিক্ষা প্রতিষ্ঠানে

করোনা ঝুঁকি না কমা পর্যন্ত এইচএসসি হবে না: শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

টানা ৫ বছর এসএসসিতে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

এসএসসি পরীক্ষার ফল এসএসসি পরীক্ষার ফল ২০২০ জিপিএ-৫ পাসের হার

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর