বিদেশে ৯ কেন্দ্রে পাসের হার ৯৪.৬৪%
৩১ মে ২০২০ ১৪:২৭ | আপডেট: ৩১ মে ২০২০ ১৪:৪৫
ঢাকা: এবার এসএসসি পরীক্ষার বিদেশে অবস্থিত ৯টি কেন্দ্রে পাসের হার ৯৪ দশমিক ৬৪ শতাংশ। এই কেন্দ্রগুলোতো অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৩৬ জন। এদের মধ্যে ৩১৮ জন পাস করেছে। বাকি ১৮ জন পাস করতে পারেনি।
রোববার (৩১ মে) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। তথ্য অনুযায়ী, চারটি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে, একটি শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেনি।
আরও পড়ুন- এসএসসিতে পাসের হার ৮২.৮৭ শতাংশ
এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় এসএসসি পরীক্ষায় ৩ হাজার ৬০৩টি কেন্দ্রে ২৮ হাজার ৭৯৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২০ লাখ ৪০ হাজার ২৮ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে মাদরাসা শিক্ষা বোর্ডের আওতায় দাখিল পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৭৬ হাজার ৮১৫ জন শিক্ষার্থী, কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩১ হাজার ৯০৫ জন শিক্ষার্থী।
৯ সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৭৫ শতাংশ। মাদরাসা বোর্ডে ৮২ দশমিক ৫১ শতাংশ ও কারিগরি শিক্ষা বোর্ডে ৭২ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
ফাইল ছবি
আরও পড়ুন-
১০৪ শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
শতভাগ পাস বেড়েছে ৪৪০ শিক্ষা প্রতিষ্ঠানে
করোনা ঝুঁকি না কমা পর্যন্ত এইচএসসি হবে না: শিক্ষামন্ত্রী
টানা ৫ বছর এসএসসিতে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে