Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শতভাগ পাস বেড়েছে ৪৪০ শিক্ষা প্রতিষ্ঠানে


৩১ মে ২০২০ ১২:২২ | আপডেট: ৩১ মে ২০২০ ১৫:২৬

ঢাকা: এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৩ হাজার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গত বছর এ সংখ্যা ছিল দুই হাজার ৫৮৩টি। গত বছরের চেয়ে এবার শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৪৪০টি বেড়েছে।

২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার সারাদেশে পাসের হার ৮২ দশমিক ৮৭। গত বছরের তুলনায় এ হার সামান্য বেশি। গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৮২ দশমিক ২০ শতাংশ।

বিজ্ঞাপন

রোববার (৩১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এর আগে সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী। তিনি সেখানে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল পদ্ধতিতে ফল প্রকাশ করেছি। পরে শিক্ষামন্ত্রী দীপু মনি সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন।

এবার মোট ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ শিক্ষার্থী, এর মধ্যে আট লাখ ৪৩ হাজার ৩২২ ছাত্রী। ছাত্রের তুলনায় ৫১ হাজার ৪০৪ ছাত্রী বেশি।

এছাড়া মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষায় অংশ নেয় দুই লাখ ৮১ হাজার ২৫৪ জন। ছাত্রী অংশ নেয় এক লাখ ৪৭ হাজার ১১৬ জন। ছাত্রের তুলনায় ১২ হাজার ৯৭৮ জন বেশি। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় এক লাখ ৩১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়।

এসএসসি টপ নিউজ শতভাগ পাস শিক্ষা প্রতিষ্ঠান সমমান পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর