প্লাজমা থেরাপিতেও করোনা রোগীকে বাঁচানো গেল না
৩০ মে ২০২০ ১৯:২৫ | আপডেট: ৩০ মে ২০২০ ২২:৩৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে প্লাজমা থেরাপির পরও করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত একজনকে বাঁচানো যায়নি। তিনি ডায়াবেটিসসহ আরও বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
শনিবার (৩০ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৩ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ৭৪ জনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব সারাবাংলাকে জানান, করোনায় আক্রান্ত হয়ে ওই ব্যক্তি ২৪ মে হাসপাতালে ভর্তি হন। শুরু থেকেই তার অবস্থা খারাপ থাকায় তাকে আইসিইউতে রাখা হয়। শুক্রবার তার শরীরে করোনা থেকে সুস্থ হওয়া এক ব্যক্তির থেকে সংগ্রহ করা প্লাজমা প্রয়োগ করা হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। করোনায় আক্রান্ত ছাড়াও তিনি আগে থেকেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন।