Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিভিল এভিয়েশন-ওয়াসাকে দায়িত্ব ঠিকমতো পালনের আহ্বান মেয়র আতিকের


৩০ মে ২০২০ ১৮:৩২

ঢাকা: সিভিল এভিয়েশন ও ওয়াসাকে নিজ-নিজ দায়িত্ব ঠিকমতো পালন করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। শনিবার (৩০ মে) দুপুরে সিভিল এভিয়েশনের কবরস্থান এলাকায় (লা মেরিডিয়ান হোটেলের বিপরীত পাশে) ‘এডি-৮’ নামের একটি খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মেয়র বলেন, ‘এ খালটি সিভিল এভিয়েশনের। আমরা সিভিল এভিয়েশনকে অনেক রিকোয়েস্ট করেছি, অনেকবার বলেছি। কিন্তু বৃষ্টি তো আর কারো জন্য অপেক্ষা করে না। এই ১.৮ কিমি খাল খনন করে দেওয়ার জন্য সিভিল এভিয়েশনকে বারবার অনুরোধ করেছি। তারা বলছে আমরা করতে পারবো না, আপনারা করে দিন।’

বিজ্ঞাপন

মেয়র বিস্ময় প্রকাশ করে বলেন, ‘জায়গা সিভিল এভিয়েশনের, খাল সিভিল এভিয়েশনের, অথচ কাজ করে দিতে হবে সিটি করপোরেশনকে! ওয়াসা ড্রেন ঠিক মতো পরিষ্কার না করার কারণে মগবাজারের সাতবাড়ি, মধুবাগ এলাকায় বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। অথচ জনগণ বারবার সিটি করপোরেশনকেই ধরছে।’

‘এডি-৮ খাল’ খনন কাজের উদ্বোধন করলেন মেয়র আতিক

ওয়াসা ও সিভিল এভিয়েশনের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা দায়িত্ব নিন, অথবা আমাদেরকে ফান্ড দিন, আমরা কাজ করতে চাই। আপনারা দায়িত্ব নিবেন না, টাকা আপনাদের কাছে রেখে দেবেন, এটা হয় না। গত তিনমাস ধরে সিটি করপোরেশনের রাজস্ব আদায় বন্ধ রয়েছে। এ ধরনের কাজ করতে গেলে প্রচুর টাকা লাগে। তারপরও আমরা অপেক্ষা করিনি। এই ১.৮ কিমি খাল আমাদের যা কিছু আছে তা দিয়েই খনন করতে শুরু করেছি। আমরা এলাকার জনগণের সাপোর্ট চাই। আমরা মনে করি আমাদেরকে জনগণের পাশে দাঁড়াতে হবে।’

খাল খনন উদ্বোধনকালে অন্যদের মধ্যে- ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান নাঈম ও ডি এম শামীম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ওয়াসা ডিএনসিসি দায়িত্ব মেয়র আতিকুল সিভিল এভিয়েশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর