Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসভাড়া ৮০ শতাংশ বাড়ানোর প্রস্তাব


৩০ মে ২০২০ ১৫:২১ | আপডেট: ৩০ মে ২০২০ ২২:১২

ঢাকা: করোনাকালীন বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বাস-মিনিবাস ও আন্তঃজেলা সবক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে জানিয়েছে সরকারি এই সংস্থাটি।

শনিবার বিআরটিএ’র ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে বিআরটিএ’র কর্মকর্তা ছাড়াও মালিক ও শ্রমিকদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রতিটি বাসে আসনের অর্ধেক সংখ্যক যাত্রী বহন করতে পারবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।

বিআরটিএ পরিচালক লোকমান হোসেন মোল্লা সারাবাংলাকে বলেন, ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর বিষয়ে সুপারিশ প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। ১ জুন থেকে পরিবহন মালিকরা বাস চালানো শুরু করবেন। এর আগেই মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বলে জানান তিনি।

এ ছাড়া দেশে রাইড শেয়ারিং সার্ভিস পরিবহন বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

১ জুন সোমবার থেকে বাস চলাচল শুরু হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর ভাড়ার তালিকা তৈরি করা হবে জানায় বিআরটিএ।

করোনা মোকাবিলা করোনাভাইরাস বাসভাড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর