Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত


৩০ মে ২০২০ ১৩:২৪ | আপডেট: ৩০ মে ২০২০ ১৩:৩৫

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকালে নওগাঁ-রাজশাহী আ লিক মহাসড়কের মহাদেবপুর উপজেলার নওহাটামোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মহাদেবপুর উপজেলার রনাইল গ্রামের মজনু হোসেন এবং জেলার নিয়ামতপুর উপজেলার তালপকুরিয়া গ্রামের ভুট্টু আলী।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, রনাইল গ্রাম থেকে মজনু ও ভুট্টু আলী তালপকুরিয়ায় মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নওহাটা মোড় এলাকায় মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের থাকা তিন আরোহীর মধ্যে ঘটনাস্থলেই দুইজন মারা যান। এ ঘটনায় এক শিশু আহত হয়। সংবাদ পেয়ে শিশুকে উদ্ধার করে ন‌ওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, ট্রাকটি পালিয়ে যা‌ওয়ায় আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

টপ নিউজ নওগাঁ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

৪৫০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
১২ জানুয়ারি ২০২৫ ২২:৩১

আরো

সম্পর্কিত খবর