চট্টগ্রামে একদিনের নবজাতক করোনায় আক্রান্ত
২৯ মে ২০২০ ০১:১২ | আপডেট: ২৯ মে ২০২০ ০১:১৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত নারীর জন্ম দেওয়া একদিন বয়সী নবজাতকের শরীরেও প্রাণঘাতী ওই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। জন্মের চার দিনের মাথায় নমুনা পরীক্ষার প্রতিবেদনে নবজাতকের করোনা পজিটিভ এসেছে।
বৃহস্পতিবার (২৮ মে) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষার প্রতিবেদনে এই ফলাফল এসেছে।
মা ও নবজাতক ছেলে উভয়ই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা বিভাগের আইসোলেশন ইউনিটে আছেন বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. আব্দুর রব।
জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৪ মে দুপুর দেড়টায় সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে ৩২ বছর বয়সী এই নারী এক ছেলের জন্ম দেন। প্রসূতির বাসা নগরীর খুলশী এলাকায়। গত ২০ মে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। প্রসব বেদনা শুরুর পর ২৪ মে তাকে জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
জন্মের ২৪ ঘণ্টার মধ্যেই নবজাতকের শরীর থেকেও নমুনা সংগ্রহ করা হয়। এরপর চমেকের ল্যাবে নমুনা পরীক্ষায় সংক্রমণ শনাক্তের বিষয়টি জেনারেল হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকদের জানানো হয়েছে।
তবে মা ও ছেলে উভয়ই সুস্থ আছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
এক দিনের নবজাতক করোনাভাইরাস কোভিড-১৯ টপ নিউজ নবজাতক করোনায় আক্রান্ত প্রসূতি করোনায় আক্রান্ত