Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ছুরিকাঘাতে অবাঙালি তরুণের মৃত্যু


২৮ মে ২০২০ ১৮:০৮ | আপডেট: ২৮ মে ২০২০ ১৮:১০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর বিহারি কলোনিতে দুই পক্ষের ঝগড়ার মধ্যে ছুরিকাঘাতে অবাঙালি এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ মে) গভীর রাতে নগরীর খুলশী থানার পাঁচ নম্বর ওয়ারল্যাস কলোনিতে এই হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে।

মৃত মো. সাব্বির (১৮) এলাকায় চটপটি বিক্রি এবং বিয়ে-অনুষ্ঠানের মঞ্চ সজ্জার কাজ করেন বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী।

ওসি প্রনব সারাবাংলাকে বলেন, ‘গত রাত সাড়ে ১২টার দিকে বিহারিদের দুই পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। প্রায় শ’খানেক লোক কলোনির ভেতরে খোলা জায়গায় জড়ো হয়। বৃষ্টি পড়ছিল। অন্ধকারের মধ্যে কে বা কারা সাব্বিরকে ছোরা দিয়ে পেটের মধ্যে খোঁচা দেয়।’

ওসি জানান, রক্তাক্ত সাব্বিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু এসময় সাব্বির মোটরসাইকেল থেকে পড়ে আহত হয়েছিলেন বলে জানালে হাসপাতাল কর্তৃপক্ষ লাশ পরিবারকে বুঝিয়ে দেয়। পরে আমরা এলাকায় গিয়ে সাব্বিরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই।

এ ঘটনায় শমসের, মানিক ও হৃদয় নামে তিন জনকে গ্রেফতারের তথ্য দিয়ে ওসি প্রনব বলেন, ‘গ্রেফতার তিন জন মদ খেয়ে কলোনির ভেতরে মাতলামি করছিলেন। তাদের সঙ্গে সাব্বিরসহ কয়েকজন তরুণ-যুবকের ঝগড়া হয়। এর মধ্যে সাব্বিরকে কে বা কারা ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে এই তিন জন জড়িত ছিল কি না, সেটি জানতে তদন্ত চলছে।’

অবাঙালি তরুণের মৃত্যু ছুরিকাঘাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর