ডিবি অফিসের সামনে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত
২৮ মে ২০২০ ১৭:২৫ | আপডেট: ২৮ মে ২০২০ ১৭:৪৯
ঢাকা: রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের সামনে দুই মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যুবক।
বৃহস্পতিবার (২৮ মে) বেলা সাড়ে ৩টার দিতে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- সমীর (২১) ও অজ্ঞাত (২০), আর আহত যুবকের নাম আলিফ (২১)।
মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সমীর ও অজ্ঞাত যুবককে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় আলিফ হাসপাতালে ভর্তি আছে, তার অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিন যুবক এক মোটরসাইকেলে ছিল, তারা সিদ্ধেশ্বরীর দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনাটি ঘটে।
এসআই আরও জানান, শুধু দুইজনের নাম জানতে পেরেছি, বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।