Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউনাইটেডে আগুনে নিহত ৩ জনের দাফন আইইডিসিআর’র তত্ত্বাবধানে


২৮ মে ২০২০ ১৩:২৪

ঢাকা: রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত করোনা আক্রান্ত তিন ব্যক্তিকে স্বাস্থ্য অধিদফতরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তত্ত্বাবধানে দাফন করা হবে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ১১ টার দিকে পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সুদীপ কুমার চক্রবর্তী বলেন, আগুনের ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে তিনজন করোনা পজিটিভ নিয়ে ভর্তি হয়েছিলেন আর বাকি দুজন করোনা উপসর্গ নিয়ে। করোনা পজিটিভ তিনজনকে আইইডিসিআর’র নিয়ম অনুযায়ী দাফন করা হবে। আর বাকি দুজনের নমুনা পরীক্ষা ও ময়নাতদন্ত শেষে (নেগেটিভ হলে) পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পুলিশের গুলশান থানা তদন্ত করছে। কোনো গাফিলতি থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বুধবার (২৭ মে) রাত ৯টা ২০ মিনিটের দিকে হাসপাতাল সংলগ্ন (মূল ভবনের বাইরে) করোনা আইসোলেশন ইউনিটে আগুন লাগে। এতে সেখানে থাকা পাঁচজন রোগীর সবাই মারা যান।

মৃত ব্যক্তিরা হলেন- রিয়াজুল আলম (৪৫), খোদেজা বেগম (৭০), ভেরুন এন্থনি পল (৭৪), মো. মনির হোসেন (৭৫) ও মাহাবুব এলাহী চৌধুরী (৫০)।

আগুনের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

তদন্তে আগুনের কারণ, হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, দায়বদ্ধতা ও ব্যর্থতা তুলে ধরা হবে প্রতিবেদনে। তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আগুন ইউনাইটেড হাসপাতাল নিহতদের দাফন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর