গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
২৮ মে ২০২০ ০১:৪৯ | আপডেট: ২৮ মে ২০২০ ০২:৩৯
নওগাঁ: নওগাঁর পত্নীতলায় গাছের ডাল কাটত গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আ. সাত্তার (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন।
বুধবার (২৭ মে) দুপুরের দিকে উপজেলার আকবরপুর ইউনিয়নের ভগবানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল সাত্তার মৃত মনছুরের ছেলে।
পুলিশ জানায়, আ. সাত্তার সকালে বাড়ি থেকে বেড়িয়ে যান। এরপর থেকে কোথাও তাকে পাওয়া যাচ্ছিল না। বিকেল ৩টার দিকে গ্রামবাসী খবর দেয়, গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন।
পত্নীতলা থানার উপপরিদর্শক মো. জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের কারও আপত্তি না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।