Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুন, মারা গেলেন ৫ রোগী


২৭ মে ২০২০ ২২:৪৬ | আপডেট: ২৮ মে ২০২০ ০৮:৪৯

ঢাকা: রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে আইসোলেশন ইউনিটে আগুন লেগেছে। এ ঘটনায় ওই ইউনিটে থাকা পাঁচ জন রোগী মারা গেছেন। তারা হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, করোনা ইউনিট থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, এই পাঁচ জনের মধ্যে তিন জন করোনাভাইরাসে আক্রান্ত  ছিলেন, বাকি দু’জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল।

বিজ্ঞাপন

এর আগে বুধবার (২৭ মে) রাত ৯টা ৫৫ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আইসোলেশন ইউনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস সদস্যরা রাত ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে সারাবাংলাকে জানান ইউনাইটেড হাসপাতালের যোগাযোগ ও ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান ডা. শাগুফা আনোয়ার।

ঘটনার পরপরই ডা. শাগুফা আনোয়ার সারাবাংলাকে বলেন, হাসপাতালের মূল ফটকের ভেতরে জরুরি বিভাগের বাইরে আমাদের একটি কোভিড-১৯ আইসোলেশন ইউনিট আছে। সেখানে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তবে রাত ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি শাগুফা আনোয়ার। তবে রাত ১১টার দিকে ডা. শাগুফা আনোয়ার বলেন, ‘আগুনে হতাহতের ঘটনা ঘটেছে। আমরা এখন বাসা থেকে হাসপাতালের দিকে যাচ্ছি।’

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, পাঁচজন মারা গেছেন। এছাড়া আগুনের ঘটনায় আর কেউ দগ্ধ বা গুরুতর আহত হননি।

এদিকে গুলশান থানার ওসি কামরুজ্জামান পারভেজ জানান, হাসপাতালে এয়ার কন্ডিশনারের বিস্ফোরণ ঘটে। এতে পাঁচজন মারা গেছেন। মৃতদের মধ্যে চারজন পুরুষ, একজন নারী।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, মাহবুব নামে একজন আইসিইউতে ছিলেন। তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

আগুন ইউনাইটেড হাসপাতাল ফায়ার সার্ভিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর