সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন ১৬১ পুলিশ সদস্য
২৭ মে ২০২০ ২২:২৫ | আপডেট: ২৮ মে ২০২০ ০৮:৪৬
ঢাকা: করোনাভাইরাস (কোভিড ১৯) থেকে সুস্থ হয়েছেন আরও ১৬১ জন পুলিশ সদস্য। তারা বুধবার (২৭ মে) বিকেলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে মোট এক হাজার ২৮৭ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।
তাদের কোভিড-১৯ পরীক্ষার পর দুইবার রিপোর্ট নেগেটিভ আসায় চিকিৎসকরা তাদের সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের অনুমতি দেন।
সুস্থ হওয়া প্রত্যেক পুলিশ সদস্যকে হাসপাতাল কর্তৃপক্ষ মাস্ক দেন এবং তাদের ফুল দিয়ে বিদায় জানান।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশনা অনুযায়ী করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়। করোনা আক্রান্তদের খোঁজ-খবর নিতে পুলিশের পক্ষ থেকে বিশেষ টিমও গঠন করা হয়।