Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩১ মে’র পর সীমিত পরিসরে চলবে গণপরিবহন


২৭ মে ২০২০ ২১:০৫ | আপডেট: ২৮ মে ২০২০ ০১:০৭

ঢাকা: ৩১ মে’র পর কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে গণপরিবহন চলতে পারবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। বাস মালিকরাও এরই মধ্যে সরকারের এই সিদ্ধান্ত জানতে পেরেছেন। তারা আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) বৈঠক করে কিভাবে বাস চলবে, তা ঠিক করবেন বলে জানিয়েছেন।

বুধবার (২৭ মে) সন্ধ্যায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণপরিবহন চলার বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানান। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ৩১ মে’র পর থেকে গণপরিবহন চলতে পারবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সাধারণ ছুটি আর বাড়ছে না, অফিস চলবে স্বাস্থ্যবিধি মেনে

প্রতিমন্ত্রী জানান, সীমিত যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল করতে পারবে। একইসঙ্গে নৌপরিবহন ছাড়াও ট্রেনও চলবে বলে জানান তিনি।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ সারাবাংলাকে জানান, সরকারের নির্দেশনা তারাও শুনেছেন। এখন বসে ঠিক করা হবে, কিভাবে সীমিত পরিসরে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বাস চালানো যায়। এ বিষয়ে তারা এখনো কোনো সিদ্ধান্ত নেননি।

জানতে চাইলে নৌপরিবহন মালিক সমিতির সহসভাপতি শহিদুল ইসলাম সারাবাংলাকে জানান, তারাও হঠাৎ করে জানতে পেরেছেন, সরকার সীমিত আকারে গণপরিবহন চালু করার অনুমতি দিতে যাচ্ছে। তবে সেই সীমিত পরিসর বিষয়টি কী হবে, সেটি নিয়ে আগে কোনো বৈঠক হয়নি। এখন তারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন। মন্ত্রীর সঙ্গে বসার চেষ্টা করলেও এখনো মন্ত্রীকে পাননি।

শহিদুল ইসলাম বলেন, সামাজিক দূরত্ব মেনে নৌপরিবহন চালানো সম্ভব হবে না। যদি চালাতেও হয়, সেক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় অর্ধেক যাত্রী নিতে হবে। আর এতে তেলের পয়সাই উঠবে না।

বিজ্ঞাপন

জানা গেছে, ৩০ মে পর্যন্ত সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদের পর আর নতুন করে সাধারণ ছুটির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, সীমিত পরিসরে অফিস চালু থাকলেও অফিসে বয়স্ক, গর্ভবতী নারীরা আসতে পারবেন না। পাশাপাশি স্কুল-কলেজও বন্ধ থাকবে। তবে শিক্ষার্থীদের জন্য দূরশিক্ষণ কার্যক্রম আগের মতো অব্যাহত থাকবে। সব ধরনের সভা-সমাবেশ, ধর্মীয় জমায়েত আগের মতো বন্ধ থাকবে। হাট-বাজার-দোকানপাটে স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা চলবে বিকেল ৪টা পর্যন্ত। মসজিদ-মন্দিরে প্রার্থনা চলবে আগের মতো স্বাস্থ্যবিধি মেনেই।

প্রতিমন্ত্রী গণমাধ্যমকে বলেন, আমরা লকডাউন একেবারে উঠিয়ে নিচ্ছি না। ধীরে ধীরে সবকিছু চালু হবে।

গণপরিবহন গণপরিবহন চালু টপ নিউজ লকডাউন সাধারণ ছুটি

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর