Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আক্রান্ত ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য


২৭ মে ২০২০ ১৬:৫৮ | আপডেট: ২৭ মে ২০২০ ১৯:১২

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এর আগে নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন।

বুধবার (২৭ মে) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একজন কর্মকর্তা। মোহাম্মদ এবাদুল করিম বিকন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া তিনি আবাসন খাতের প্রতিষ্ঠান বিকন ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

বিজ্ঞাপন

এর আগে সংসদ সদস্যের বড় ভাই ওরিয়ন গ্রুপের মালিক ওবায়দুল করিম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে।

তিনি জানান, পাঁচ দিন আগে আমার ছোট ভাইয়ের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। এর পর থেকে সে বাসায়ই চিকিৎসা নিচ্ছে। তার শারীরিক অবস্থা ভালো আছে।

এমপি করোনা টপ নিউজ সদস্য সংসদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর