নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, ৩ জনের মৃত্যু
২৭ মে ২০২০ ১৬:১৮
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ায় তিনজনের মৃত্যু হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখির মোড়ে বুধবার (২৭ মে) এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত আটজন।
মৃতরা হলেন মো. কাফি (৩৫), আলম বাদশা (২৫) ও মো. ইমরান (২২)। নিহত কাসির গাইবান্ধার মৃত আব্দুল জাব্বারের, বাদশা মৃত আব্দুল কুদ্দুসের এবং ইমরান ইদু মিয়ার পুত্র।
দুর্ঘটনায় আহতদের স্থানীয় ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভবেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন মজুমদার জানান, কুমিল্লা থেকে ঢাকাগামী মাইক্রোবাসটি বাউশিয়ার পাখির মোড় থেকে ব্রিজ দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরও জানান, লাশগুলো ভবেরচর পুলিশ ফাঁড়িতে রাখা আছে। মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে রয়েছে।